হিটলারের প্রেম এবং জীবনের অজানা অধ্যায়
হিটলার, মানব ইতিহাসের একজন ঘৃন্যিত এবং
সমালোচিত ব্যক্তি। হাজার হাজার মানুষ হত্যার দায় এই ব্যক্তির কাধে। পৃথিবীর সকল
মানুষ জানে এডলফ হিটলার মনূষ্য সভ্যতার উপর হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, কিন্তু হিটলার কি মানুষ
নয়? তার অন্তরে কি কোনও মায়া দয়া প্রেম ভালবাসা ছিল না? আজকের পর্বে আমি আপনাদের
হিটলারের এক ব্যর্থ প্রেমের গল্প শোনাবো।
আডলফ হিটলার ২০শে এপ্রিল, ১৮৮৯ সালে জন্ম গ্রহণ করেন এবং মৃত্যূবরণ করেন - ৩০শে
এপ্রিল, ১৯৪৫ সালে। তিনি ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ
যিনি ন্যাশনাল
সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব
দিয়েছিলেন। হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির
চ্যান্সেলর এবং
১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন।
![]() |
হিটলার |
১৯৪৫ সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল সে রকম একটা সময়ে তিনি ইভা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ের পর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন।
হিটলারের পরিচয় আমরা জানলাম এবার আসি তার
প্রেমের গল্পে। হিটলার ভালবাসতেন এক ইহুদী কন্যাকে, তবে তার ভালবাসা ছিল একতরফা। একতরফা ভালবেসেছিলেন তিনি এবং এরপর তাকে না পেয়ে
চরম মানসিক আঘাত পেয়েছিলেন। প্রিয়তমাকে
না পাওয়ার যাতনায় নিজের মধ্যে দগ্ধ হয়েছিলেন তিনি। আর চিত্তের এই আগুন তাকে তাকে শেষ
পর্যন্ত নায়কের আসন থেকে নামিয়ে ইতিহাসের খলনায়কের আসনে বসিয়ে দেয়। হিটলারের মহা ˆ¯^ivPvi হয়ে ওঠার
গল্পটা বলেছেন তারই বাল্যকালের বন্ধু কুবিজেক তার দ্য ইয়ং হিটলার আই নিউ” নামক বইয়ে।
তার লেখা বইটির ছত্রে ছত্রে জড়িয়ে আছে প্রেমিক হিটলারের নানা অজানা কাহিনী। একটি বৃটিশ দৈনিকে চাঞ্চল্যকর এই বইয়ের কথা প্রকাশ পেয়েছে। এ্যডলফ হিটলারের বয়স যখন ষোল তখন হঠাৎ একদিন অষ্ট্রেলিয়ায় স্টেফানি ইসাকের সাথে তার পরিচয় হয়। ছিপছিপে এই ইহুদি সুন্দরীকে প্রথম দর্শনেই ভালবেসে ফেলেন হিটলার। সেই থেকে দীর্ঘ চারটি বছর প্রেমের জোয়ারে ভাসে নিজে একা মনে মনে। কুবিজেক লিখেছেন, এ্যডলফ পাগলের মতো স্টেফিনাকে ভালবাসতেন। ও যদি একবার হেসে তাকাতো তার দিকে ওতেই ধন্য হয়ে যেতেন তিনি। তার সংঙ্গে ঘর বাধাঁর ¯^cœ দেখতেন হিটলার। কিন্তু স্টিফানি কোন দিনও হিটলারকে ভালবাসেনি। এতে ক্ষুদ্ধ হয়ে তিনি একবার তাকে অপহরণ করতে চেয়েছিলেন। প্রয়োজনবোধে দুজন পাহাড় থেকে লাফিয়ে পড়ার ইচ্ছাও ছিল হিটলারের। সকল চেষ্টার পরও স্টেফিনা তার প্রেমকে গ্রহন করেনি।
স্টেফিনাকে শেষ পর্যন্ত না পাওয়ার যন্ত্রনা তাকে
চরম ইহুদী বিদ্বেষী করে তোলে। হয়তো
এই প্রেম প্রত্যাখ্যানই তাকে ইহুদী নিধনযজ্ঞে প্ররোচিত করে এবং এখান থেকেই তার মধ্যে
তেরি
হয় এক যুদ্ধবাজ মনের। কুবিজেক লিখেছেন যদি স্টেফিনা
এ্যডলফের প্রেম প্রত্যাখ্যান না করতো তবে হয়তো পৃথিবীর ইতিহাস অন্যরকম হতে পারতো।
. . . . So never deny love . . . .
উত্তরমুছুনnice
উত্তরমুছুনআমি হিটলারের বক্ত। আপনার ওয়েবসাইট রাত ১১.৪৫ এ শুরু করছি, রাত ৩.৪৩ এ পরা শেষ হল।
উত্তরমুছুন