অস্কার চলচ্চিত্র পুরস্কারের অজানা কাহিনী
অস্কার, বিশ্বব্যাপী চলচ্চিত্রের সবোর্চ্চ সম্মান জনক পুরস্কার।
চলচ্চিত্রের অনুরাগীদের মধ্যে প্রতি বছর "অস্কার" নিয়ে উৎসাহের শেষ থাকে
না। কোন বছর কোন ছবিটি "অস্কার" পাবে, কে সেরা
অভিনেতা ও অভিনেত্রী হবেন তা নিয়ে বিশ্বব্যাপী চলচ্চিত্র প্রেমীদের মাঝে জল্পনা
কল্পনা চলে। কিন্তু আমরা অনেকেই জানি না কেন এই পুরস্কারের নাম "অস্কার"
রাখা হলো বা "অস্কার" শব্দটি কোথা থেকে এলো। ৩৪ সে.মি. গোল্ড প্লেটেড
পুরুষ মূর্তিটির নাম "অস্কার" কিভাবে হলো তার রয়েছে একটি মজার কাহিনী।
১৯২৭ সালের ৪ মে প্রতিষ্ঠিত হয় দ্য একাডেমী অব মোশন পিকচার আটর্স এন্ড সাইন্স। চলচ্চিত্র শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কার হিসাবে একটি ক্রেষ্ট প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। সেই হিসাবে একটি ক্রেষ্ট তৈরি করা হয়। যার ডিজাইন ছিল সোনায় মোড়ানো একটা পুরুষ মূর্তি, হাতে একটি তলোয়ার এবং মূর্তিটি দাড়িয়ে আছে একটি ফিল্ম রোলের উপর। তখন এই পুরষ্কারটি "একাডেমী অ্যাওয়ার্ড" নামে পরিচিত ছিল। ১৯৩১ সালের কথা, একাডেমীক লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক একদিন মূর্তিটি দেখে বলে ওঠেন, "আরে এটা তো দেখতে একদম আমার চাচা অস্কারের মতো"। কথাটি শুনে "অস্কার" নামটি খুবই ভাল লেগে যায় একাডেমী কতৃপক্ষের। এরপর কতৃপক্ষ ক্রেষ্টটির নাম একাডেমী অ্যাওয়ার্ড পরিবর্তন করে নতুন নাম রাখেন "অস্কার"।
প্রথম একাডেমী
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৬ মে ১৯২৯ সালে হলিউডের রুজভেল্ট হোটেলে।
১৯২৭-২৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। ১৯৩১ সালের ৩১
অক্টোবর আরেকটি একাডেমী অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয় এ্যামবাসেডর হোটেলে।
এই অনুষ্ঠানে ১৯২৮-২৯ সালে মুক্তিপ্রাপ্ত
ছবিকে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে সেরা ছবির পুরস্কার পায় মেট্টো গোল্ডউইন
মেয়ারের "ব্রডওয়ে মেলোডি" ছবিটি। এটিই ছিল পুরস্কার প্রাপ্ত প্রথম
ছবি।এরপর থেকে প্রতি বছর এই অস্কার পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
কোন মন্তব্য নেই