Header Ads

পাকিস্থান রাষ্ট্রের নামকরণের মজার ইতিহাস

দক্ষিন এশিয়ার মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্র পাকিস্থান। আমরা কি জানি, পাকিস্থান রাষ্ট্রটির নামকরণ কিভাবে হয়েছিল বা পাকিস্থান নামটি কোথা থেকে এলো? পাকিস্থান নামটি এসেছে একটি ঐতিহাসিক ঘটনা থেকে। বৃটিশ শাসনের শুরু থেকে ভারতীয়রা স্বায়ত্বশাসনের দাবি করে আসছিল। ভারতীয় জনসাধারনের পূর্ণ স্বায়ত্বশাসনের দাবির প্রতি লক্ষ করে ব্রিটিশ সরকার ১৯৩৫ সালের ভারত শাসন আইনের যুক্তরাষ্ট্রীয় অংশ বাদ দিয়ে প্রাদেশিক অংশ কার্যকারী করার উদ্যোগ গ্রহণ করে।


এজন্য ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ১৯৩৭ সালে প্রদেশ সমূহে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কংগ্রেস ও মুসলিম লীগ অংশ গ্রহণ করে।  নির্বাচনে কংগ্রেস ৬টি প্রদেশে সংখ্যাগরিষ্টতা অর্জন করে এবং দুটি প্রদেশে একক সংখ্যাগরিষ্ট দল হিসাবে আত্নপ্রকাশ করে। কংগ্রেস ৭টি প্রদেশে সরকার গঠন করে কিন্তু কোথাও মুসলীম লীগের কোন সদস্যকে মন্ত্রীসভায় গ্রহণ করা হয়নি। অবিভক্ত বাংলা প্রদেশে কৃষক প্রজা পার্টির নেতা এ.কে. ফজলুল হক কংগ্রেসের সাথে কোয়ালিশন করে সরকার গঠনের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যাত হয় এবং ফজলুল হক মুসলীম লীগের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করে। কংগ্রেস শাসনকার্য পরিচালনা করার ক্ষেত্রে মুসলীম স্বার্থ বিরোধী সামপ্রদায়িক মনোভাব নিয়ে শাসনকার্য পরিচালনা করতে শুরু করে।

আইন-আদালত, শিক্ষা, চাকরী ও সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে কংগ্রেস চরম মুসলীম বিদ্বেষী মনোভাব প্রকাশ করতে থাকে এবং বৈষম্যমূলক ব্যবস্থার প্রবর্তন করতে থাকে। কংগ্রেসের বিমাতা সূলভ আচরণের ফলে মুসলমানদের মধ্যে এ ধারনা জন্মে যে, কংগ্রেস একটি হিন্দু প্রেমী ও মুসলীম বিরোধী সংগঠন। ঠিক সেই সময়ে মুসলীম লীগ নেতা মুহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করেন। তিনি বলেন, ভারত একটি বিশাল আয়তন বিশিষ্ট দেশ। মুসলমানরা একটি পৃথক জাতি, সুতরাং স্বতন্ত্র জাতি হিসাবে মুসলমানদের একটি স্বতন্ত্র আবাসভূমি বা রাষ্ট্র থাকা দরকার। জিন্নাহর এই ঘোষনা এবং কংগ্রেসের বৈষম্যমূলক আচরণের ফলে মুসলমানরা স্বাধীন আবাসভূমি বা স্বাধীন রাষ্ট্রের চিন্তাধারা শুরু করে। অবশ্য ভারত উপমহাদেশে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করার ইচ্ছা বহু পূর্ব থেকেই আল্লামা ইকবাল, চেীধুরী রহমত আলী ও আলীগড়ের অধ্যাপকবৃন্দ পোষণ করে আসছিলেন।

১৯৩০ সালে স্যার মোহাম্মদ ইকবাল এলাহাবাদ অধিবেশনে তার সভাপতির অভিভাষণে পাঞ্জাবের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্থান নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেছিলেন। মুসলমানদের স্বাধীন এই রাষ্ট্রটির নাম কি হবে তা ১৯৩০ সালে ঠিক করে রেখেছিলেন রহমত আলী নামক বিলেত প্রবাসী এক পাঞ্জাবী ছাত্র। তিনি পাকিস্থান (PAKISTAN) শব্দটি বিভিন্ন মুসলিম অধ্যুষিত স্থান সমূহের ইংরেজি প্রথম অক্ষর সাজিয়ে রচনা করেছিলেন।  যথাঃ- পাঞ্জাবের P, আফগানিস্থানের A, কাশ্মীরের K, ইরানের I, সিন্ধুর S, তুখারিস্থানের T ও বেলুচিস্থানের শেষ দুই অক্ষর AN |

১৯৪০ সালের মার্চ মাসে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের ভবিষৎ কর্মসূচি নির্ধারনের জন্য দলীয় অধিবেশন আহবান করা হয়। ২৩ মার্চ অনুষ্ঠিত এই অধিবেশনেই লাহোর প্রস্তাব বা পাকিস্থান প্রস্তাব গৃহীত হয়। এভাবেই পাকিস্থান রাষ্ট্রের নামকরন করা হয়।

৪টি মন্তব্য:

  1. নামকরনের পদ্ধতিটা জেনে ভাল লাগলো.....

    উত্তরমুছুন
  2. আপনার মন্তব্যের জন্য আল আমিন আপনাকে ধন্যবাদ।

    উত্তরমুছুন
  3. তথ্য টা কিছুটা ভুল আছে, বেলুচিস্থান পাকিস্থানের ভিতরেরি একটা জায়গা যাহা পাকিস্তান হওয়ার পর নাম করন হয়েছে

    উত্তরমুছুন
  4. তথ্য টা কিছুটা ভুল আছে, বেলুচিস্থান পাকিস্থানের ভিতরেরি একটা জায়গা যাহা পাকিস্তান হওয়ার পর নাম করন হয়েছে

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.