দেশে দেশে বিচিত্র আইন এবং নিয়ম-কানুন
বর্তমানে আমরা আধুনিক বিশ্বে বসবাস করছি। এখন প্রত্যেক দেশ আধুনিক আইন ও নিয়ম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। তবে তার মাঝেও অনেক দেশ ও সমাজে রয়েছে নানান ধরনের বিচিত্রময় আইন ও নিয়ম কানুন। মজার বিষয় হচ্ছে, এই আইনগুলো বেশিরভাগই প্রবর্তিত হয়েছে অনেকদিন আগে এবং আজকাল কেউ আর এসব উদ্ভট আইন মেনে চলে না। পুলিশও তেমন মাথা ঘামায় না এসব নিয়ে। তবুও আইনগুলো এখনও পুরোপুরি বাতিল হয়নি, দিব্যি বহাল তবিয়তে আছে আইনের বইগুলোতে।
আসুন এখন আমরা
বিভিন্ন দেশের কিছু অদ্ভূত আইনের সাথে পরিচিত হই। আইনগুলো আনার কাছে ভাল, খারাপ বা হাস্যকরও মনে হতে পারে।
**
ক্যালিফোর্নিয়ার সুসানভিলে সুড়ুৎ সুড়ুৎ শব্দ করে সুপ খাওয়া স্থানীয়দের জন্য
অমার্জনীয় অপরাধ।
** মায়ামিতে
কোনো পুরুষ স্ট্র্যাপলেস গাউন পরে জনসমক্ষে বেরোতে পারবে না। যদি বের হয় আইন তার
বিপক্ষে গিয়ে দাঁড়াবে।
** ইলিনয়িস
রাজ্যে আইন রয়েছে শীতকালে কোনো বাচ্চা জমে থাকা তুষার দিয়ে স্নো বল বানিয়ে গাছের
দিকে ছুঁড়তে পারবে না। আবার মেইন রাস্তায় হাঁটা অবস্থায় কোনো পথচারীর জুতার ফিতে
যদি খোলা পাওয়া যায়, জরিমানা তার জন্য
অবধারিত।
** সান
দিয়েগোতে একটা আইন রয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে
গান গেয়ে পেট চালায়, তাদের অবশ্যই কাপড়
পরতে হবে। কোন সমস্যা থেকে এই আইনের উদ্ভব হয়েছে, তা বোধ হয়
ব্যাখ্যা না করলেও আপনারা বুঝতে পেরেছেন।
** মিশিগানে
কঠোর আইন রয়েছে, যদি দোতলার চেয়ে উঁচু
কোনো দালান তোলা হয়, তাহলে সেই দালানের
প্রতিটা জানালায় একটা করে দড়ি ঝুলিয়ে রাখতে হবে। আইনটি তৈরির সময় ফায়ার এস্কেপের
প্রবর্তন ছিল না বলে অগ্নিকান্ডের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এটাই ছিল সর্বোত্তম
ব্যবস্থা। আইনটা অবশ্য এখন আর মেনে চলা হয় না, তবে আইনের
বইয়ে যথারীতি রয়ে গেছে।
** আমেরিকার
অরিজোনায় একটা আইন রয়েছে, কোনো ছেলেমেয়ে কাঁচা
পেঁয়াজ খেয়ে স্কুলে যেতে পারবে না। ১৮৮০ সালে স্কুলগামী বাচ্চাদের জন্য কাঁচা
পেঁয়াজ খাওয়া নিষিদ্ধকরণ আইন পাস হয়। এক সময় স্কুলে যাওয়ার পথে প্রচুর ছেলেমেয়ে
রাস্তার পাশের খেত থেকে স্ক্যালিয়ন নামে এক ধরনের কাঁচা পেঁয়াজ কুড়িয়ে খেত। ফলে
পেঁয়াজের ভুরভুর গন্ধে ভয়ানক অস্বস্তিতে পড়ে যেতেন শিক্ষকরা। এজন্য শেষমেশ এই
কাঁচা পেঁয়াজ খাওয়া নিষিদ্ধকরণ আইন প্রবর্তন করা হয় স্কুলগামী ছেলেমেয়েদের জন্য।
** আমেরিকায়
আরেকটা প্রাচীন আইন রয়েছে, রসুন খাওয়ার চার
ঘণ্টার মধ্যে কেউ গির্জা, স্ট্রিট কিংবা থিয়েটার
হলে যেতে পারবে না।
**
ম্যাসাচুসেটসে অনেক পুরনো আরেকটা আইন রয়েছে, গির্জায় গিয়ে
কেউ চীনা বাদাম খেতে পারবে না। চীনা বাদাম খেতে গেলে খোসা ভাঙতে শব্দ হয় বলেই হয়ত
সেকালে এই আইনের প্রবর্তন করা হয়।
** কেন্টাকির
লেক্সিংটনে একটা আইন তৈরি হয় ছোটদের অপরিষ্কার থাকার ব্যাপারটি লক্ষ্য করে। আইনটি
হচ্ছে কোনো বাচ্চা তার পকেটে আইসক্রীম বয়ে নিতে পারবে না। কারণ আগস্টের প্রচণ্ড
গরমের সময় সেখানকার বাচ্চারা এ অপকর্মটি বেশি করে থাকে এবং কাপড় ধুতে গিয়ে বড়দের
প্রচণ্ড কষ্ট করতে হয়।
সাধারনত এই
বিচিত্র আইনগুলি নানা সমস্যা এবং মানবিক দিক বিবেচনা করে করা হয়েছিল কিন্তু
আইনগুলি এখনও বিশেষ স্থানভেদে টিকে আছে। দূর বা নিকট ভবিষ্যতে কোন একদিন হয়তো
আইনগুলো আইনের পাতা থেকে ঝড়ে পড়ে শুধুই ইতিহাস হয়ে থাকবে।
কোন মন্তব্য নেই