Header Ads

বিশ্বব্যাপী বিচিত্র ও অদ্ভুত সব গাছের কথা

আমাদের এই পৃথিবীতে রয়েছে হাজারো প্রজাতির গাছ। বিভিন্ন প্রকারের এই গাছ সমূহ আমাদেরকে অক্সিজেন দেওয়া ছাড়াও নানা ভাবে উপকার করে থাকে। এই বিশাল বৃক্ষরাজির মধ্যে বিচিত্র কিছু গাছের সন্ধানও পাওয়া গেছে। যে গাছগুলো বিজ্ঞানীদের অনুসন্ধিষ্ণু করে তুলেছে। বিজ্ঞানীরা এই গাছগুলো সম্পর্কে গবেষণা করে চলেছেন। আপনার কি জানতে ইচ্ছা করছে কেমন সেই বিচিত্র গাছগুলো? তাহলে আসুন এবার জানা যাক সেই গাছগুলো সম্পর্কে।


চীনের সিনহুয়া প্রদেশে এক ধরনের লবনাক্ত গাছের সন্ধান পাওয়া গেছে। গাছটির পাতা ও ডাল থেকে সাদা এক ধরনের তৈলাক্ত পদার্থ পাওয়া যায়। এর স্বাদ নোনা। রান্নার কাজে এই তেল ব্যবহার করলে তরকারিতে আলাদা লবন দেওয়ার দরকার হয় না। এই অঞ্চলের অধিবাসীরা রান্নার কাজে এই তেল কে লবনের বিকল্প হিসাবে ব্যবহার করে দেখেছেন।

ক্যালিফোর্নিয়ার এক অঞ্চলে পাওয়া গেছে রাক্ষুসে গাছের সন্ধান। এই গাছের নাম ভেনাস ফ্লাই ট্রাপ। এই ধরনের গাছের দুধারে করাতের মতো ধারালো দাঁত থাকে। পাতার উপর যদি কোন কীটপতঙ্গ এসে বসে সঙ্গে সঙ্গে পাতা গুটিয়ে গাছ ঐ পোকা মাকড়কে টেনে ভিতরে নিয়ে যায়। কাটার মতো পাতার দাঁতের ফাঁকে পিষ্ট হয়ে কীটপতঙ্গের মৃত্যু ঘটে।

ফিলিপাইনে এক ধরনের গাছের সন্ধান পাওয়া গেছে যার শক্ত ফল কেরোসিনের কুপির মতো কাজ করে থাকে। এই ফলগুলি প্রত্যেকটা ১৫ মিনিটের মতো জ্বলে। এক একটা গাছে বছরে ১০০-১৪০টি ফল ধরে। এসব ফল দেখতে অনেকটা বড় বাদামের মতো। অদ্ভূত এই গাছটির নাম বাগিলুম্বান|

মাদাগাস্কারে পাওয়া গেছে মানুষ খেকো আজব গাছ। এটা দেখতে আনারস গাছের মতো। এ গাছের কান্ড ১০ ফুট উচু। গাছের মাথা থেকে প্রায় ১২ ফুট লম্বা এবং এক ফুট চওড়া একটি পাতা ক্রমশ সরু হয়ে মাটির দিকে ঝুলে পড়ে। গছের পাতায় থাকে বিষাক্ত এক ধরনের কাঁটা। কোন মানুষ এই গাছের নিকটে এলেই পাতা দিয়ে মানুষটাকে সর্বাঙ্গে জড়িয়ে ধরে এবং বিষাক্ত কাটাঁগুলো বিধিয়ে দেয় তার শরীরে। মানুষটি মারা গেলে পাতা দিয়ে ঢেকে রাখে এবং তারপর চলে ধীরে ধীরে আজব খাওয়া।

এক ধরনের চমকপ্রদ গাছের সন্ধান পাওয়া গেছে চীনের হুনান প্রদেশে। এ গাছের ছাল কাটলে তার ভিতর থেকে আলোর ফুলকি বেরিয়ে আসে। তবে সেই আলো সাদা কিংবা জ্যোৎস্নার আলোর মতো নয়, আলোটা নীলচে ধরনের। শুধু গাছের ছাল নই, এই গাছের শিকড় থেকে পর্যন্ত আলো পাওয়া যায়। এ আলোর উৎস নিয়ে বিজ্ঞানীরা জোর গবেষণা চালাচ্ছেন। হিসাব করে দেখা গেছে, আট কিলোওয়াট বাতি জ্বালালে যতটুকু আলো পাওয়া যায়, এই গাছের এক টুকরো ছাল থেকে সেই পরিমাণ আলো পাওয়া যায়।

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.