সাতক্ষীরার ব্যতিক্রমী মটর সাইকেলের হাট
আপনারা
নিশ্চয়ই সবাই হাট সম্পর্কে পরিচিত। আমাদের গ্রামাঞ্চলে এমনকি শহরেও রয়েছে হাটের
প্রচলন। তবে আজকাল গ্রাম্য ও শহরের হাটের মধ্যে তৈরি হয়েছে বিরাট পার্থক্য। শহরে
প্রতিদিন বাজার বসে এবং জনসাধারন সেখান থেকে বাজার-ঘাট করে থাকে, সেজন্য আজকাল শহরে হাটের প্রচলন তেমনভাবে চোখে পড়ে না।
তবে গ্রামে সাধারনত সপ্তাহে এক বা দুই দিন একটি নির্দিষ্ট স্থানে বাজার বসে, যাকে বলা হয় হাট।
হ্যা, এমনই ব্যতিক্রমী মটর সাইকেলের হাট বসে বাংলাদেশের
দক্ষিন-পশ্চিমাঞ্চলের সর্বশেষ জেলা সাতক্ষীরায়। সাতক্ষীরা শহরের আমতলায় বসে এই মটর
সাইকেলের হাটটি। এই নির্দিষ্ট স্থানে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বসে মটর
সাইকেলের হাট। অন্তত শ'খানেক মটর সাইকেল এই
হাটে সারি সারি সাজানো থাকে বিক্রয়ের জন্য। মটর সাইকেল গুলো সবই থাকে পূর্বে
ব্যবহৃত। যারা মটর সাইকেল বিক্রয় করতে চান তারা হাট কমিটির সাথে নিবন্ধিত হয়ে এই
হাটে তোলেন তাদের মটর সাইকেল।
অনেকে সদ্য
ক্রয় করা মটর সাইকেলও হাটে তোলেন বিক্রয়ের জন্য। যারা মটর সাইকেল ক্রয় করতে চান
তারা হাটে গিয়ে মটর সাইকেল পছন্দ করার পর টাকা ও রেজিষ্ট্রেশন সমস্যা মিটিয়ে মটর
সাইকেলটি নিয়ে যান তার ক্রয় করা জিনিস হিসাবে। এই হাটে জনসাধারনের সমাগম ও মটর
সাইকেল ক্রয়-বিক্রয় মোটামুটি কম নয়। হাটটি সাজানো থাকে চারি ধারে রঙ্গিন সামিয়ানার
কাপড় দ্বারা। যে কেউ এখানে আসলে বুঝতে পারবে মটর সাইকেলের হাটের চমৎকারিত্ব
সম্পর্কে।
দক্ষিন-পশ্চিমাঞ্চলে
মটর সাইকেলের রয়েছে সবচেয়ে বেশী কদর। সেজন্য সাতক্ষীরার এই মটরসাইকেলের হাটটির
রয়েছে ভালই জনপ্রিয়তা। মটর সাইকেল ক্রয় করার দরকার হলে আপনিও একবার চেষ্টা করতে
পারেন এই হাট থেকে।
এই প্রথম আপনার সাইটে সাতক্ষীরার খবর পেলাম। ধন্যবাদ।
উত্তরমুছুন