ভূমিকম্পে পৃথিবী কি ১০ ইঞ্চি সরে গেছে?
১১ মার্চ ২০১১
তারিখ শুক্রবারের ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরে গেছে এবং জাপানের
উপকূলীয় অঞ্চল সরে গেছে প্রায় আট ফুট। ১১ মার্চ, শুক্রবার
জাপানে স্থানীয় সময় পৌনে ৩ টায় রিখটার স্কেলে ৮.৯ মাত্রার ভূমিকম্প হয়। এটি ১৪০
বছরের মধ্যে জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটিতে প্রায় ৫০ হাজার মানুষ
নিহত হয়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স এন্ড ভলকানোলজি জানায়, ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরে গেছে।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, ওই ভূমিকম্পের কারণে জাপানের উপকূলীয় অঞ্চলও প্রায় আট ফুট সরে গেছে। পৃথিবীর অক্ষরেখা সরে যাওয়ায় কয়েক শতক পর একদিনের দৈর্ঘ্য এক সেকেন্ড কমতে পারে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব টরন্টোর ভূতত্ত্ববিদ্যার অধ্যাপক আযান্ড্র মিয়াল। দিনের দৈর্ঘ্যে খুব সামান্যই প্রভাব ফেলবে এটা। আর পৃথিবীর অক্ষরেখা যতখানি সরলে ঋতুচক্রে প্রভাব পড়তে পারে এ পরিবর্তন তেমন নয়।
পৃথিবীর উত্তর
ও দক্ষিণ মেরু সংযোগকারী কল্পিত সরলরেখাটিকে বলা হয় পৃথিবীর অক্ষরেখা। ভূমিকম্পে
রাজধানী টোকিওসহ বিশাল অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৩২ ফুট উঁচু
সুনামিতে ভেসে যায় উপকূলীয় এলাকার ঘর-বাড়ি, গাড়ি, জাহাজসহ পানির ঢেউয়ের সামনে পড়া সবকিছু।
কোন মন্তব্য নেই