ওসামা বিন লাদেন হত্যায় প্রতিজ্ঞা পূরণ
পৃথিবীতে
মানুষকে বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা করতে দেখা যায়। কেউ প্রতিজ্ঞা করেন ধর্মীয়ভাবে আবার কেউ করেন ব্যক্তিগতভাবে। তবে আজ আমি আপনাদের
এমন এক ব্যক্তির কথা
বলবো যিনি প্রতিজ্ঞা করেছিলেন একজন ব্যক্তির অপেক্ষায় এবং তার প্রতিজ্ঞাটিও ছিল একটু ভিন্ন ধরনের। ওয়াশিংটনের এক মাধ্যমিক বিদ্যালয়ের
শিক্ষক গ্যারি ওয়েবেল। যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের ভয়ঙ্কর
হামলা এবং পরবর্তী অবস্থা দেখে মুষড়ে পড়েছিলেন এই ব্যক্তি।
হামলার পর আল কায়েদা ও ওসামা বিন লাদেনের প্রতি প্রচণ্ড ঘৃণা ও ক্ষোভ জন্মে ছিল এই ব্যক্তির মনে। আর এই ঘটনাকে কেন্দ্র করে গ্যারি অদ্ভুত ধরনের এক প্রতিজ্ঞা করে বসেন। তার প্রতিজ্ঞা ছিল এমন যে, যতদিন না ওসামা বিন লাদেন ধরা পড়বে ততদিন তিনি তার দাড়ি কাটবেন না। সেই থেকে তিনি তার প্রতিজ্ঞা পালন করতে আরম্ভ করেন। গত ১০ বছর তিনি তার শপথ অক্ষরে অক্ষরে পালন করেছেন। ব্লেড ছোঁয়াননি গালে।
লম্বা
ঘন লালচে দাড়িতে ভরে গিয়েছিল তার মুখ। লাদেনের অপেক্ষায় বসে থাকতেন তিনি কিন্তু তাকে নাকি দেখতে লাদেনের মতই মনে হতো। এভাবেই কেটে যায় ৩ হাজার ৪৫৪
দিন। ০২ মে ২০১১
তারিখ যেদিন মার্কিন বাহিনী লাদেনকে আটক করে সেদিন বিকালে বাগানে পানি দিচ্ছিলেন তিনি। এমন সময় ফোন এলো তার এক বন্ধুর। জানা
গেল, লাদেন আর নেই।
প্রথমে
খবরটি কৌতুক ভেবে উড়িয়ে দেন গ্যারি। পরে টিভিতে সংবাদ দেখে ভেঙে পড়েন খুশির কান্নায়। দেরি করেননি একটুও। সেদিনই কামিয়ে ফেললেন তার ১৫ ইঞ্চি লম্বা
দাড়ি। প্রতিজ্ঞা পূরণ করতে পারায় গ্যারিকে সম্মাননা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
কোন মন্তব্য নেই