টিভি বিজ্ঞাপনে ভয়ংকর শিরক
আল্লাহর
নির্দেশ যদি কেউ শিরক করা তো দূরের কথা
কারো অন্তরে যদি শিরকের গন্ধও থাকে তবে সে মুশরিক এবং
তার স্থান চিরস্থায়ী জাহান্নামে। আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে যার দ্বারা আমরা জেনে হোক বা অজান্তে হোক
শিরক করে বসি। আমাদের মুসলিম সমাজে এমনই একটি শিরকের বিস্তার ঘটাচ্ছে টিভি বিজ্ঞাপন।
আজকাল টিভি খুললেই দেখা যায় এক ধরনের লকেট/আঙটির বিজ্ঞাপন, যাতে বিভিন্ন দেব-দেবী অঙ্কিত থাকার কথা বলা হয়। আরও বলা হয় এই লকেট/আঙটি ব্যবহার করলে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য স্বামী-স্ত্রীর মিলন থেকে শুরু করে মনের সব আশা পূরণ হয়ে যায়। এই লকেট গুলো পূর্বে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তৈরি, বিজ্ঞাপন ও বিক্রয় করা হতো কিন্তু ইদানীং ব্যবসার প্রসারের জন্য মুসলমানদের জন্য লকেট বিক্রয় শুরু হয়েছে। আল্লাহর নামের লকেট, মোহাম্মাদ নামে লকেট, আয়াতুল কুরসি লকেট সহ বিভিন্ন লকেট বিক্রয় করা হচ্ছে। টিভি বিজ্ঞাপনে লম্বা সময় ধরে এই সব লকেটের উপকারিতার কথা বলা হয়। অনেকে ব্যবহার করে উপকার পাওয়ার সাক্ষাতকার দেখানো হয় বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির জন্য।
হিন্দু
ধর্মে এই সম্পর্কে কিছু
বলা আছে কিনা আমার জানা নেই তাই তাদের বিষয়ে কিছু বলতে চাই না কিন্তু মুসলমানদের
বলতে চাই এই বিজ্ঞাপন গুলো
জাহান্নামের পথ। আপনি যদি এই বিজ্ঞাপনে বিশ্বাসী
হয়ে এই লকেট ক্রয়
করেন তবে আপনি লকেট নয় জাহান্নামের টিকিট
ক্রয় করলেন।
০১.
উকবা বিন আমের রা: থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসূলকে বলতে শুনেছি: ‘যে ব্যক্তি তাবিজ
লটকালো, আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না, আর যে কড়ি
ব্যবহার করবে, আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না।’ আহমদ, হাকেম।
০২.
উকবা বিন আমের আল-জোহানি রা:
বলেন :‘একদা রাসূলুল্লাহ সা: এর খেদমতে একদল
লোক উপস্থিত হল। তিনি দলটির নয়জনকে বায়আত করলেন একজনকে করলেন না। তারা বলল, হে আল্লাহর রসূল!
নয়জনকে বায়আত করলেন একজনকে করলেন না? রাসূলুল্লাহ সা: বললেন: তার সাথে তাবিজ রয়েছে। অতঃপর তিনি স্বহস্তে তা ছিঁড়ে ফেললেন
এবং তাকে বায়আত করলেন, আর বললেন, যে
ব্যক্তি তাবিজ ব্যবহার করল সে শিরক করল।’
সহিহ মুসনাদে আহমদ, হাকেম।
০৩.
আব্দুল্লাহ ইবনে মাসউদ রা: এর স্ত্রী জয়নব
রা: থেকে বর্ণিত, তিনি বলেন: একদিন আব্দুল্লাহ বাড়িতে এসে আমার গলায় তাগা দেখতে পান। তিনি বললেন, এটা কী? আমি বললাম, এটা পড়া তাগা। এতে আমার জন্য ঝাঁড়-ফুঁক দেয়া হয়েছে। তা নিয়ে তিনি
কেটে ফেললেন এবং বললেন, আব্দুল্লাহর পরিবার শিরক থেকে মুক্ত। আমি রাসূলুল্লাহ সা:কে বলতে
শুনেছি : ঝাড়-ফুঁক, সাধারণ তাবিজ ও ভালোবাসা সৃষ্টির
তাবিজ ব্যবহার করা নিঃসন্দেহে শিরক। আহমদ, হাকেম, ইবনে মাজাহ।
কেউ
যদি তাবিজ-কবচ, মাদুলি-কড়ি, শামুক-ঝিনুক, গিড়া, হাড়, তাগা-তামা-লোহা, আঙটি, লকেট, মালা বা অনুরূপ কোন
ধাতব বস্তু গলায় বা শরীরের কোথায়ও
ধারণ করে এবং এ ধারণা পোষণ
করে যে, ঐ গুলো বালা-মুসিবত দূর করার ক্ষেত্রে কিংবা টাকা উপার্জন, সন্তান লাভ, ভালবাসায় সফল, রোগ হতে মুক্তি, ব্যবসা বাণিজ্যে সুফল বা এই জাতীয়
কোনও কিছু করার ক্ষমতা রাখে, তবে তা বড় শিরক।
সকল
মুসলমানকে এই কথা মনে
প্রাণে ও কর্মে বিশ্বাস
রাখতে হবে যে, এই ভূমণ্ডল, নভোমণ্ডল
বা এর বাইরে যেখানে
যা কিছু আছে সব কিছুর উপর
ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। কারো কিছু দেয়া বা কেড়ে নেয়া,
কারো ভাল বা মন্দ করার
ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। মহান আল্লাহ বলেন “আর তোমরা আল্লাহর
উপরই ভরসা কর- যদি তোমরা মুমিন হয়ে থাক’ (আল–মায়েদাহ, ২৩)।
সুতরাং
সকল মুসলমানকে কোন বিপদ আপদ, রোগ শোক কিংবা কোনও কিছু পাওয়ার ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং প্রতিটি জিনিস শুধুমাত্র তার কাছে চাইতে হবে। কারণ সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করুন। আমিন।
কোন মন্তব্য নেই