দিরিলিস আর্তগ্রুল কেন এতো জনপ্রিয়?
দিরিলিস আর্তগ্রুল তুরস্কের তৈরি একটি টিভি সিরিয়াল। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজ এটিকেই বলা যেতে পারে। তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের দেশে দেশে এই সিরিজটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। এই সিরিজটি যে একবার দেখা শুরু করেছে সেই এই সিরিজের প্রেমে পড়েছে। এখন প্রশ্ন হলো এই সিরিজটি কেন এতো জনপ্রিয়? হাজার হাজার টিভি সিরিজের মধ্য হতে এই সিরিজটিই কেন এতো জনপ্রিয়তা পেলো? কোন কারণে দিরিলিস আর্তগুল বিশ্বব্যাপী এতো জনপ্রিয়তা পেয়েছে সেই উত্তর খোজার চেষ্টা করবো আমরা আজকে।
দিরিলিস এমনই একটি জাদুকরী টিভি সিরিজ, যেটি যে দেশে প্রচার হয়েছে সাথে সাথেই সেই দেশের মানুষেরা এই সিরিজের প্রতি হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের গবেষণা এবং ধারনা অনুযায়ী মূলত প্রধান ৩টি কারণে আর্তগ্রুল দেশে দেশে এতো জনপ্রিয়তা পেয়েছে।
একঘেয়েমিতা দূর:
হলিউড এবং বলিউডের অবাস্তব কল্পকাহিনী এবং প্রযুক্তির ছড়াছড়ি দেখতে দেখতে মানুষেরা মূলত একঘেয়েমি এক জগতে বাস করছিল কিন্তু দিরিলিস এসে মূলত দর্শকদের সেই একঘেয়েমিকে দূর করেছে। মিথ্যা কল্পকাহিনীর বিপরীতে সত্য কাহিনী দিয়ে দিরিলিস সবার মন জয় করেছে। পুরোপুরি সঠিক না হলেও সত্য কাহিনী নির্ভর এই সিরিজটি সবার মনে সত্য ইতিহাসকে জানার আগ্রহকে বাড়িয়ে দিয়েছে।
অশ্লীলতা মুক্ত:
হলিউড ও বলিউডের অশ্লীল সব সিনেমা এবং সিরিজ দেখতে দেখতে মুসলমানরা ত্যক্ত বিরক্ত হয়ে পড়েছিল। কিন্তু দিরিলিস এসে তাদের মনে নতুনত্বের ছোঁয়া দিয়েছে। অশ্লীলতার বিপরীতে শালীন পোশাক পরিচ্ছেদের এই সিরিজটি মুসলমানদের মনে ভালবাসার জায়গা করে নিয়েছে। পরিবারের সবাই মিলে দেখতে পারার এই সিরিজটি ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার অন্তর ছুঁয়ে গেছে। আর তাইতো এই সিরিজ বিশেষ করে মুসলিমদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
অনন্য গল্প ও অভিনয়:
পরিশেষে এটাই বলা যেতে পারে যে, দিরিসিল আর্তগ্রুল নতুন ধারার টিভি সিরিজের জন্ম দিয়েছে, ফলেই দর্শকেরা এই সিরিজের প্রতি হুমড়ি খেয়ে পড়েছে।
কোন মন্তব্য নেই