কেন দেখবেন না দেবের কমান্ডো সিনেমা?
আপনি কি সিনেমা প্রেমী? আপনি কি সিনেমা দেখতে ভালবাসেন? আপনি কি বাংলাদেশের কমান্ডো সিনেমা দেখার জন্য অপেক্ষায় আছেন? যদি অপেক্ষায় থেকে থাকেন তবে আপনাকেই বলছি, এই সিনেমাটি দেখবেন না। এমনকি এই সিনেমাটিকে মনে প্রাণে ঘৃণা করুন। কেন এই সিনেমাটি দেখবেন না এবং কেন ঘৃণা করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে।
বাংলাদেশের বহুল আলোচিত কমান্ডো সিনেমাটিতে
অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার সুপার স্টার দেব। শাপলা মিডিয়ার ব্যানারে
নির্মিত এই ছবিটির প্রযোজক সেলিম খান এবং পরিচালক শামীম আহমেদ। মূলত এই ছবিটিতে মুসলমানদের
জঙ্গি, সন্ত্রাসী ও ভয়াবহ খুনি হিসেবে পরিচিত করা হয়েছে। হুজুরদেরকে সন্ত্রাসীদের
গডফাদার হিসেবে চিত্রিত করা ছাড়াও বিশ্বনবী হযরত মোহাম্মদ সা:কে অত্যন্ত সুকৌশলে অবমাননা
করা হয়েছে এই ছবিতে।
এই ছবিতে মুসলমানদের ধর্মীয় পোশাক টুপি, পাঞ্জাবী ও পাগড়ীর ব্যবহার দেখানো হয়েছে জঙ্গি ও সন্ত্রাসীদের পোশাক হিসেবে। যেটি মুসলমানদের জন্য খুবই অবমাননাকর।
এই সিনেমাটিতে মুসলমানদের পবিত্র স্থান মসজিদকে দেখানো হয়েছে জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাটি হিসেবে। পবিত্র কালিমার নীচে বন্দুকের ছবি ব্যবহার করে এবং মহান আল্লাহর নামের আলিফকে বন্দুকের সাথে তুলনা করে সমগ্র মুসলিম জাতিকে সন্ত্রাসী হিসেবে বুঝানো হয়েছে।
সমগ্র বিশ্বের মুসলমানদের প্রিয় শ্লোগান “নারায়ে তাকবীর” “আল্লাহু আকবর”কে এই সিনেমায় জঙ্গি ও সন্ত্রাসীদের শ্লোগান হিসেবে দেখানো হয়েছে। এই সিনেমার সবচেয়ে খারাপ দিক হচ্ছে, তারা ইচ্ছাকৃত ভাবে মহানবী হযরত মোহাম্মদ সা:কে অবমাননা করেছে। এই ছবি জুড়ে বিভিন্ন স্থানে মোহাম্মদ সা: এর আঙটির ডিজাইন অংকন করা হয়েছে এবং এটিকে জঙ্গি ও সন্ত্রাসীদের প্রতীক হিসেবে বুঝানো হয়েছে।
কোন মন্তব্য নেই