এশিয়ার সবচেয়ে ধনী ৫টি দেশ !
বিশ্বের প্রতিটি দেশ তার অর্থনৈতিক হিসাব অনুযায়ী ধনী কিংবা দরিদ্র সেটি বিবেচনা করা হয়। গত পর্বে আমরা দেখেছিলাম এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ গুলোর পরিচয়। আজকের পর্বে আমরা দেখবো এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ৫টি দেশের পরিচয়।
৫. সংযুক্ত আরব আমিরাত:
এশিয়া মহাদেশের ৫ম ধনী রাষ্ট্রটির নাম সংযুক্ত আরব আমিরাত। ৯৮ লক্ষ জনগোষ্টির এই দেশটির ৭৬ শতাংশ জনগন ইসলাম ধর্মে বিশ্বাসী। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ পর্যটন শহর দুবাই এই দেশেরই একটি শহর। আরব আমিরাতের রাজধানীর নাম আবুধাবি। দেশটির মুদ্রার নাম দিরহাম। ৬৪৭ বিলিয়ন ডলার রিজার্ভের অর্থনীতির এই দেশের পার ক্যাপিটাল ৭০৪৪১ মার্কিন ডলার।
৪. ব্রুনাই:
ব্রুনাই এশিয়া মহাদেশের ৪র্থ সবচেয় ধনী রাষ্ট্র। ৪ লক্ষ ৬০ হাজার জনসংখ্যার এই দেশটির ৮০ শতাংশ নাগরিক সুন্নি মুসলিম। বন্দর সেরি বেগওয়ান ব্রুনাইয়ের রাজধানী। এই দেশের মুদ্রার নাম ব্রুনাই ডলার। ৩৬.৮৫ বিলিয়ন ডলার রিজার্ভের অর্থনীতির এই দেশের পার ক্যাপিটাল ৮৫০১১ মার্কিন ডলার।
৩. সিংগাপুর:
এশিয়া মহাদেশের ৩য় সবচেয়ে ধনী দেশটির নাম সিংগাপুর। ৫৭ লক্ষ জনসংখ্যার এই দেশটির রাজধানীর নাম সিংগাপুর সিটি, যেটি বিশ্বের অন্যতম একটি ব্যবসায়িক ও পর্যটনের শহর। সিংগাপুরের মুদ্রার নাম সিংগাপুর ডলার। ৬১৫ বিলিয়ন ডলার রিজার্ভের অর্থনীতির এই দেশের পার ক্যাপিটাল ১০৫৬৮৯ মার্কিন ডলার।
২. ম্যাকাও:
ম্যাকাও এশিয়া মহাদেশের ২য় সবচেয়ে ধনী রাষ্ট্র। ৬ লক্ষ ৮৫ হাজার জনসংখ্যার এই দেশটি চীনের দুইটি প্রশাসনিক অঞ্চলের একটি অঞ্চল। ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব পর্তুগীজদের নিকট থেকে চীনের কাছে হস্তান্তর করা হয়, এবং ২০ ডিসেম্বর থেকে চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ম্যাকাওয়ের মুদ্রার নাম পাতাকা। ৪০ বিলিয়ন ডলার রিজার্ভের অর্থনীতির এই দেশের পার ক্যাপিটাল ১১৩৩৫২ মার্কিন ডলার।
১. কাতার:
এশিয়া মহাদেশের ১ম এবং সবচেয়ে ধনী দেশটির নাম কাতার। ২৮ লক্ষ জনসংখ্যার এই দেশটি বিশ্বেরও সবচেয়ে ধনী রাষ্ট্র। এই দেশের ৬৭ শতাংশ নাগরিক ইসলাম ধর্মে বিশ্বাসী। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল এই দেশ থেকে প্রচারিত হয়। কাতারের মুদ্রার নাম রিয়াল। ৩৫৭ বিলিয়ন ডলার রিজার্ভের অর্থনীতির এই দেশের পার ক্যাপিটাল ১৩৮৯১০ মার্কিন ডলার।
কোন মন্তব্য নেই