বিস্ময়কর ও আজব এক পাথরের বনাঞ্চল !
বিস্ময়কর আমাদের এই পৃথিবী জুড়ে রয়েছে হাজারো বনাঞ্চল। আমাজন, সুন্দরবন, থেকে শুরু করে অনেক ছোট বড় বন আছে আমাদের এই পৃথিবীতে। তবে তার মধ্যে অনেক বন আছে যা বিস্ময়কর এবং রহস্যময়। আর এমনই একটি রহস্যময় বন হচ্ছে পাথরের বন। এই বনের নাম শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু পাথরে ঘেরা সত্যিই একটি বন আছে আমাদের এই পৃথিবীতে। আজকের ভিডিওতে আমরা দেখবো বিস্ময়কর সেই পাথুরে বন।
বিস্ময়কর এই পাথরের বনটি চীনের ইউনান প্রদেশের সাইলন জেলায় অবস্থিত। এই বনের চারিদিকে পাথরের অভূতপূর্ব সব কারুকার্য। চীনের ইউনান প্রদেশের এই পর্বতমালাটি হিমালয় পর্বতমালারই একটি অংশ। ছোট বড় উঁচু নিচু বিচিত্র পাথর সমগ্র বন জুড়ে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন এ এক গভীর পাথরের জঙ্গল , যে জঙ্গলে গাছের পাতায় ছাওয়া সবুজের পরিবর্তে বিশাল সব পাথুরে বৃক্ষ দাঁড়িয়ে আছে। ২০০৭ সালে ইউনেস্কো শিলিন পাথুরে এই বনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে।
প্রচলিত আছে প্রেমিককে বিয়ে করতে চেয়েছিল উই আদিবাসী আশিমা নামে এক মেয়ে। কিন্তু সমাজের বাধার মুখে প্রতিষ্ঠা করতে পারেনি ভালোবাসার সেই দাবি। পরে শোক ও মনের কষ্টে জমে পাথরে পরিণত হয়ে যায় আশিমা। মাথায় স্কার্ফ এবং হাতে ঝুড়ি নিয়ে ঘুরতে থাকা মেয়ের মতো দেখতে এক পাথরে সামনে প্রতিবছর নানা অনুষ্ঠানের আয়োজন করে উই আদিবাসীরা।
তবে গবেষণার দ্বারা জানা যায়, প্রায় ২৭০ মিলিয়ন বছর আগে পাথুরে বনের এ্ই জায়গাটি একটি অগভীর সমুদ্র ছিল। পার্মিয়াম সময়কালে এই সাগরে চুনাপাথর জমা হতে শুরু করে, পরে, বাতাস এবং প্রবাহিত পানির সংস্পর্শে এই চুনাপাথরের স্তম্ভগুলি বড় বড় পাথরের আকার ধারন করে। পাথরের এই বনের দৈর্ঘ্য প্রায় ৩০০ বর্গকিলোমিটার। আর নানা আকার-আকৃতির পাথরে ভরা এই জায়গাটা এমনই গোলমেলে যে, সেই গোলক ধাঁধায় পথ হারানো খুবই স্বাভাবিক ঘটনা।
এই বনটি এখন একটি পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার মানুষ বিস্ময়করএই বনটি দেখতে চীনের ইউনান প্রদেশে আগমন করে থাকে। সবুজ বনের পরিবর্তে পাথরে ঘেরা এক জগত দেখে বিস্ময় ভরা মন নিয়ে পর্যটকরা ঘরে ফেরে।
কোন মন্তব্য নেই